নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published : ২১:২৯, ১২ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে যারা নতুন সংবিধানের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের মানে কী? শহীদদের রক্ত দিয়ে আমরা সংস্কারের দাবি তুলেছি। কিন্তু যদি একই সংবিধান ও একই ফ্যাসিবাদী ব্যবস্থায় নির্বাচন হয়, তাহলে সেই শহীদদের মরদেহ ফেরত দিয়ে দিতে হবে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ এবং গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে। “আমরা একই দমনমূলক কাঠামোর মধ্যে থেকে ভোটে গেলে জনগণের মুক্তি আসবে না,” বলেন তিনি।
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, “একটি ফ্যাসিবাদের কারখানা এখনও রয়ে গেছে—সেটি বঙ্গভবন। এই কারখানার পতন আপনাদের হাত ধরেই হবে, ইনশাআল্লাহ।” তিনি তরুণদের সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রের সংস্কারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা জাতীয় রাজনীতিতে তরুণদের ভূমিকা, গণতান্ত্রিক সংস্কার, এবং বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়ে মতবিনিময় করেন। তারা বলেন, পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ যুবশক্তিই পারে অগ্রণী ভূমিকা রাখতে।
BD/AN