স্লোগান নির্ভর রাজনীতির সমাপ্তি ঘোষণা করলেন তারেক রহমান

Published : ২০:৫৫, ১২ আগস্ট ২০২৫
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ এখন পরিবর্তনের রাজনীতি চায়। এজন্য বিএনপি প্রতিটি খাতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করছে এবং ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে দলের পরিকল্পনা সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন জরুরি। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। বৈদেশিক আয় বাড়াতে পেপ্যাল, স্ট্রাইপ, ওয়াইজের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার এবং সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনার কথা জানান।
তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ক্রীড়া শিক্ষাকে মূল কারিকুলামে অন্তর্ভুক্ত এবং বিদেশি ভাষা শিক্ষা জোরদার করা হবে। স্বল্পমেয়াদি কারিগরি কোর্স চালুর মাধ্যমে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।
যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ অনেকে বক্তব্য দেন।
BD/AN