দ্রুততার সঙ্গে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

Published : ১৯:১৪, ১২ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ঢাকার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি ফরম জমা দেন।
জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ডাকসুর জিনস পদে ছাত্রলীগ প্রার্থী হয়ে জয়ী হন। এছাড়া তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এবারের নির্বাচনে জুলিয়াস সিজার তালুকদার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়ে রাজনৈতিক মহলে তাঁর প্রস্তুতিকে দৃঢ়ভাবে প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে তার নাম পরিচিত এবং তার অভিজ্ঞতা নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
ঢাবির এই নির্বাচন সাধারণত শিক্ষার্থীদের মধ্যেকার ক্ষমতার লড়াই ও ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়। নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয়ের আগামী রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণ করবে। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
জুলিয়াস সিজার তালুকদার মনোনয়ন ফরম জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পরিকল্পনা ও ছাত্রদের স্বার্থে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেছেন। আগামী নির্বাচনে তার পারফরম্যান্স কেমন হয় তা বিশ্ববিদ্যালয় সমাজ ও ছাত্র রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ।
BD/AN