প্রধান উপদেষ্টার নির্দেশ: নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই

Published : ১৫:০২, ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্ন দল কেন থাকবে? তবে আমরা পুনরায় বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, “নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। এটি ফেব্রুয়ারির প্রথমার্ধেই সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট অনুযায়ী কেউ যদি মনে করে এটি প্রতিহত করার চেষ্টা করবে, তবে তা সম্ভব নয়।”
প্রেস সচিব বলেন, “বাংলাদেশে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, এটি একটি ‘ফাউন্ডেশনাল ইলেকশন’। অর্থাৎ, এই নির্বাচন সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং দেশের রাজনীতিকেও এগিয়ে নেওয়ার পথপ্রদর্শক হবে। এজন্য ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, এতে কোনো বিলম্ব থাকবে না।”
BD/AN