জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর

জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি নুরুল হক নুর জাতীয় মনস্তাত্ত্বিক দিক থেকে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

তিনি শুক্রবার রাত ১২ সেপ্টেম্বর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে বলেন, “জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর। যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তাদেরও ভুলে যাই।”

নুরের শেয়ার করা ভিডিওতে হাবিবুর রহমান হাবিব বলেন, যে ছাত্র আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, সেই ছাত্রের ত্যাগের মূল্যায়ন কি আমরা যথাযথভাবে করেছি? তিনি প্রশ্ন তোলেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তারা যে ছাত্রের ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট পতন ঘটিয়েছে, তাকে কেন অবহেলা করা হলো? হাবিব আরও বলেন, ছাত্রদলের ভিতরে অনেক ভুল থাকলেও ভোট না দেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি নেই, তবে যারা আন্দোলনের জন্য লড়াই করেছে তাদের অবহেলিত করা উচিত নয়।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী বিন ইয়ামিন মোল্লা মাত্র ১৩৬ ভোট পেয়ে পরাজিত হন। নুরুল হক নুরের পোস্টে অনেকেই মন্তব্য করে তাদের মতামত ব্যক্ত করেছেন। কেউ লিখেছেন, “বিন ইয়ামিন মোল্লা ভাই এর জন্য কষ্ট লাগল, আরও বেশি ভোট পেতে পারতেন।” অন্যরা বলেছেন, ইয়ামিন মোল্লা তার ত্যাগ এবং অবদানের মূল্য অনুযায়ী নির্বাচনে সঠিকভাবে মূল্যায়িত হয়নি।

নির্বাচনের পর বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যারা যুদ্ধ করেছিলেন, তাদের অবদানের যথাযথ স্বীকৃতি না পাওয়ায় এই সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। নুরের বক্তব্যের মাধ্যমে ছাত্র সমাজের মধ্যে ন্যায্যতা ও মূল্যায়নের অভাব নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement