ডাকসু নির্বাচনের দিনে নিহত সাংবাদিকের পরিবারকে ছাত্রশিবিরের ২ লাখ টাকা সাহায্য

ডাকসু নির্বাচনের দিনে নিহত সাংবাদিকের পরিবারকে ছাত্রশিবিরের ২ লাখ টাকা সাহায্য ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তরিকুল শিবলী ইন্তেকাল করেছেন। নির্বাচনের পর নবনির্বাচিত ডাকসু নেতা ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা তার পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং পরিবারকে সমর্থন জানান।

এ সময় নিহত সাংবাদিক তরিকুল শিবলীর দুই সন্তানের খরচ বাবদ নগদ দুই লাখ টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসুর নবনির্বাচিত জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বিষয়টি জানান।

ফরহাদ তার পোস্টে উল্লেখ করেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি দুই সন্তান রেখে গেছেন। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।

তিনি আরও জানান, চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে বলেছে, আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটি স্থানে রেখেছেন। যেহেতু বাবা আর ফিরবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো এবং তাদের আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা শুনে উপস্থিতরা মর্মাহত হয়েছেন।

ফরহাদ বলেন, পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো শিশুদের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়ে সমাজ ও শিক্ষার্থীরা তাদের মানসিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement