জামায়াত আমিরের ঘোষণা: জুলুম শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী একতার আহ্বান

জামায়াত আমিরের ঘোষণা: জুলুম শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী একতার আহ্বান ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

জুলুমের পূর্ণ অবসান না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারী সবার সঙ্গে এক থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা (ঢাকা-১৫) শেওড়াপাড়ায় আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা যারা একাত্ম ছিলাম, আমাদের মধ্যেই দুশমনরা ঢুকে তা ভেঙে দিয়েছে। অনেক ক্ষেত্রেই একজনকে অন্যজনের বিরুদ্ধে লিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এটি শয়তানের চাল ও তার সফলতা। এটি মুমিনদের পরাজয় হিসেবে ধরা হয়। আমরা এটা চাই না। আমরা চাই, যারা জুলুমের বিরুদ্ধে এক কাতারে লড়াই করেছি, তারা জুলুমের পূর্ণ অবসান এবং একটি সুন্দর, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আগ পর্যন্ত একত্র থাকুক।

জামায়াতের আমির আরও বলেন, অনেকে আমাদের প্রতি তীব্র সমালোচনা ও গালি দিলেও আমরা কোনো প্রতিউত্তর দিই না। আমরা বিশ্বাস করি, যদি কেউ আমাদের হিংসা উপহার দেয়, আমরা তাকে ভালোবাসা দিয়ে প্রতিদান দেব। সমালোচনা এলে আমরা দেখি, এতে কি শিক্ষণীয় কিছু আছে কিনা। তাই আমাদের সমালোচকরাও একভাবে আমাদের বন্ধু। বন্ধু কখনো বন্ধুদের গালি দিতে পারে না। গালির বিচার আল্লাহর কাছে।

তিনি বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে থাকবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসা। ব্যক্তি বা দলগতভাবে ভুল হতেই পারে। কেউ যদি ভুল ধরিয়ে দেয়, আমরা খুশি হই। এতে সংশোধনের সুযোগ আসে এবং আমরা উপকৃত হই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সন্ত্রাস সংঘটিত করব না, কাউকেও করতে দেব না। দুর্নীতি করব না, কাউকেও করতে দেব না। এই পথ বন্ধ করা হবে ইনশাআল্লাহ। এই অশান্ত বিশ্বের শান্তির একমাত্র পথ হলো কিতাবুল্লাহ ও সুন্নাতের অনুসরণ। মনজিলে মকসুদে পৌঁছানো পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে।

জামায়াত আমির বলেন, তিনি দুটি প্রতিশ্রুতি দিচ্ছেন—এক, সকল শক্তি দিয়ে সমাজে ন্যায়বিচার কায়েম করার চেষ্টা করা হবে, যাতে প্রত্যেকে তার পাওনা ঠিকভাবে পায়। দুই, সমাজে সুশিক্ষা বিস্তারের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হবে। ন্যায়বিচার ও সুশিক্ষা প্রতিষ্ঠিত হলে সেই সমাজের রক্ষা আল্লাহ নিশ্চিত করবেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement