জনগণই নির্ধারণ করবে ভোটের ধরন : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের শক্ত বার্তা

Published : ১৮:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৫
দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরতে চায় না-এই দাবি করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান।
শুক্রবার খুলনায় ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা আয়োজিত মিছিল ও পূর্ব গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের প্রতি তিনি বলেন, জনগণকে গণভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। জনগণই ঠিক করবে কিভাবে ভোট হবে।
সমাবেশে তিনি আরও বলেন, দেশের জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এই দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আয়োজন করা হয়েছে গণসমাবেশ।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, “চব্বিশের গণআন্দোলনের সময় আমরা বুক পেতে দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের শাসন দেশের সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবকিছু ধ্বংস হয়েছে। শান্তি প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেশে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে বিয়ে না দেয়ায় পিতাকে হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি ও রাস্তা দখল করা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, এসব ঘটনার জন্য দায়ী বিএনপি। তার কথায়, “তারা মনে করছে ক্ষমতায় চলে গেছে। কিন্তু জনগণ জানে, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, তারা ভোটে যেতে পারবে না। ক্ষমতায় গেলে তারা জনগণের জন্য কী করবে তা সবাই দেখেছে।”
ফয়জুল করিম ভোটারদের প্রতি আহ্বান জানান, “ভোটাররা দেখবে কার কাছে তার জানমাল নিরাপদ। তাকেই ভোট দেবে। আজকের দিনে মানুষ আর কোনো জুলুমের ভয় পায় না।” তিনি ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশের সভাপতিত্ব করেন খুলনা মহানগর সিনিয়র নায়েবে আমীর শেখ মো. নাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এবং জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আল ইমরান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং বিভিন্ন সংসদীয় আসনে হাতপাখা সমর্থিত প্রার্থীরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
BD/AN