ডাকসুতে ভরাডুবি, হতাশ এনসিপি নেতারা

ডাকসুতে ভরাডুবি, হতাশ এনসিপি নেতারা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের পরাজয়কে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতারা হতাশা প্রকাশ করেছেন।

শুক্রবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা। সভায় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নির্বাহী কাউন্সিলের নেতারা।

সভায় ডাকসু নির্বাচনের ভরাডুবি নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত উল্লেখযোগ্য হলো, কেন্দ্রীয় সংসদে দলের সমর্থিত কোনো প্রার্থী জিততে না পারার পেছনের কারণগুলো নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, নির্বাচনের পরাজয়কে ঘিরে নেতারা হতাশা প্রকাশের পাশাপাশি ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেছেন।

এছাড়াও সভার এজেন্ডায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি এবং দুই-চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় নেতারা জানান, গণঅভ্যুত্থানের পরে এটি প্রথম ডাকসু নির্বাচন, যেখানে এমন ফলাফলের কারণে দলের ভেতরে আত্মসমালোচনা ও ভবিষ্যতের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নির্বাহী কাউন্সিলের অংশগ্রহণকারীরা নিশ্চিত করেছেন যে, পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দলের কার্যক্রম আরও শক্তিশালী এবং সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সভার শেষে নেতারা সাধারণ সদস্য ও সমর্থকদের ধৈর্য এবং সক্রিয় সহযোগিতার জন্য অনুরোধ জানান।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement