অন্তর্বর্তী সরকার পক্ষপাতিত্ব করছে এক দলের প্রতি : ফয়জুল করীম

অন্তর্বর্তী সরকার পক্ষপাতিত্ব করছে এক দলের প্রতি : ফয়জুল করীম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২২, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার দাবি, সরকার এখন একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক গণসমাবেশে তিনি এ বক্তব্য দেন।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশে যদি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চালু হয়, তবে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। সব রাজনৈতিক দল সংসদে যাওয়ার সুযোগ পাবে এবং সংসদে আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যা সমাধান সম্ভব হবে। তাতে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় যেতে পারবে না, সংসদ হবে প্রকৃত অর্থে কার্যকর।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে ভোট ও ভোটারের যথাযথ মূল্যায়ন হবে। সব দল সমানভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে। এতে স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না, কালো টাকার প্রভাব কমবে, আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগও থাকবে না।

তার ভাষ্য, জাতীয় সংসদে পিআর ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এবং খুনিদের বিচার এখন জনদাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, গত ৫৩ বছরে যারা দেশ শাসন করেছেন তারা জাতিকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছেন। "আমরা আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না, বরং রাসুল (সা.)-এর আদর্শকে বাস্তবে রূপ দিতে চাই।"

গণসমাবেশ শেষে তিনি জয়পুরহাট সদর ও পাঁচবিবি আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং কালাই, ক্ষেতলাল ও আক্কেলুপুর আসনে মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement