ভাত-রুটি নয়, ইঞ্জিন তেলেই চলে তার পেট

ভাত-রুটি নয়, ইঞ্জিন তেলেই চলে তার পেট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের কর্ণাটকের শিবমোগ্গা জেলার এক যুবকের অদ্ভুত জীবনধারা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে “অয়েল কুমার” নামে পরিচিত ৩৯ বছর বয়সী এই যুবক দাবি করছেন, তিনি মানুষের মতো খাবার খান না বরং প্রতিদিন ৭-৮ লিটার গাড়ির ইঞ্জিন তেল পান করেই দিব্যি সুস্থ আছেন। মাঝে মাঝে কেবল চা খেয়েই দিন কাটান তিনি। খবর আনন্দ বাজার পত্রিকা

চিকিৎসা বিজ্ঞান বলছে, সুস্থভাবে বাঁচতে মানুষের জন্য প্রোটিন, ভিটামিন ও কার্বোহাইড্রেট অপরিহার্য। অথচ অয়েল কুমার দাবি করেন, খাবার না খেলেও তার শরীরে কোনো অসুস্থতা দেখা দেয়নি। এমনকি তার শরীরে অতিরিক্ত মেদও জমেনি। তিনি বিশ্বাস করেন, ভগবান আয়াপ্পার কৃপায়ই এই জীবনধারা সম্ভব হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামের @avalakki_pavalakk প্রোফাইলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, তাকে খাবার দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধুই তেল পান করছেন তিনি। বিষয়টি দেখে চিকিৎসকরা হতবাক হলেও এখনো তার শরীরে কোনো বড় শারীরিক সমস্যা ধরা পড়েনি।

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’

এই অদ্ভুত জীবনযাপন ঘিরে সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে বিস্ময় ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে আসলেই কি খাবার ছাড়া কেবল ইঞ্জিন তেল খেয়ে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব, নাকি এটি কোনো অলৌকিক কাহিনি?

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement