টেকনাফে টানা অভিযানে চার দিনে উদ্ধার ১৫০ জন

টেকনাফে টানা অভিযানে চার দিনে উদ্ধার ১৫০ জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফ সীমান্তে সক্রিয় মানবপাচারকারীরা গহিন পাহাড় ও সমুদ্রপথ ব্যবহার করে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এ চক্রের দৌরাত্ম্য রোধে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজাছড়া এলাকায় যৌথ অভিযান শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

অভিযানের সময় একাধিক পাহাড়ি আস্তানার সন্ধান মেলে, যা দীর্ঘদিন ধরে মানবপাচার চক্র ব্যবহার করে আসছিল। রোববার রাত পর্যন্ত এসব আস্তানা থেকে মালয়েশিয়া পাচারের অপেক্ষায় থাকা মোট ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান।

তিনি জানান, সম্প্রতি কক্সবাজার থেকে আটক হওয়া মানবপাচারকারীদের জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক পাচারচক্রের মূলহোতা, সদস্য এবং আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় ৩টি অস্ত্র জব্দ করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। তাদের অধিকাংশকেই চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টেকনাফের কচ্ছপিয়ার পাহাড়ি এলাকায় পরিচালিত অপর এক অভিযানে নৌবাহিনী ও কোস্টগার্ড নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করে। ফলে গত চার দিনে পাচারচক্রের কবল থেকে মোট ১৫০ জনকে উদ্ধার করা হলো।

চলতি বছরেই কেবল টেকনাফ সীমান্ত থেকে এ পর্যন্ত ৬২ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে জুলাই মাসে ধরা পড়ে ১৫ জন, আগস্টে ৪ জন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement