আশ্বিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বহু সড়ক

আশ্বিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বহু সড়ক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েছেন মানুষজন। বজ্রপাতসহ ভারী বর্ষণ সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে।

ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, মণিপুরীপাড়া, জিগাতলা, আসাদগেট, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ও বংশালসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। একই সঙ্গে পশ্চিম তেজতুরী বাজার, কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিল এলাকাতেও পানি জমে যান চলাচল ব্যাহত হয়।

এই বৃষ্টির কারণে অফিসগামী ও শিক্ষার্থীদের ভোগান্তি বেড়ে যায়। ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান হুসাইন জানান, বৃষ্টির কারণে সময়মতো বের হতে পারেননি। রাস্তায় নেমে দেখেন রিকশা পাওয়া দুষ্কর, আর যে দু-একটি পাওয়া যাচ্ছে তাতেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ধানমন্ডির বাসিন্দা তানভীর হোসেন বলেন, পানিতে সড়ক তলিয়ে থাকায় একাধিক গাড়ি আটকে পড়েছে। ২৭ নম্বর রাস্তায় একসঙ্গে কয়েকটি গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে।

আজিমপুরের স্কুলছাত্রী রিফাত আরা জানান, বৃষ্টির পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও রিকশা মিলছিল না। শেষ পর্যন্ত ৩০ টাকার ভাড়া বাড়তি দিয়ে ১০০ টাকা দিতে হয়েছে। অনেকে আবার গন্তব্যে যেতে রাজি হচ্ছেন না।

এদিকে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement