ফেসবুক পোস্টে এনসিপির নাম পরিবর্তন প্রসঙ্গে হান্নান মাসউদের স্পষ্ট বার্তা

Published : ১২:৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।
হান্নান মাসউদের ভাষ্য অনুযায়ী, এনসিপির নাম বদল নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, এনসিপির নাম কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। বরং এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলাপ-আলোচনা করছে। ইনশাআল্লাহ তরুণদের শক্তি একত্রিত হলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।”
BD/AN