বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন মিঠুন, কে তিনি আসলে?

বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন মিঠুন, কে তিনি আসলে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হবে নির্বাচনের আনুষ্ঠানিকতা। সেই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে উঠে এসেছেন দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। ফলে সবকিছু ঠিক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এদিন পর্যন্ত সভাপতি পদে কেবল মিঠুন মানহাসই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

আগামী মাসে ৪৬ বছরে পা দিতে চলা মানহাস বর্তমানে বিসিসিআই কর্তৃক নিযুক্ত উপ-কমিটির সদস্য হিসেবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন।

জম্মুতে জন্ম নেওয়া মানহাস ২০১৫ সালে দিল্লি ছেড়ে যোগ দেন জম্মু ও কাশ্মীর দলে এবং ২০১৬ সালে অবসরে যান। এরপর থেকে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। এর অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালটেন্টের দায়িত্বও পালন করেছেন তিনি।

এ ছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের কোচিং স্টাফেও কাজ করেছেন মানহাস। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সুপরিচিত এই ক্রিকেটার ১৯৯৭-৯৮ মৌসুম থেকে শুরু করে ২০১৬-১৭ পর্যন্ত মোট ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement