ডেঙ্গুতে না ফেরার দেশে তরুণ চিকিৎসক

ডেঙ্গুতে না ফেরার দেশে তরুণ চিকিৎসক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তরুণ চিকিৎসক ডা. সৌরভ সাহা। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে দায়িত্ব পালন করছিলেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। ইতোমধ্যে হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস ও এমএস (পেজ এ) সম্পন্ন করেছিলেন। কঠিন সংগ্রাম আর মেধার পরিচয় রেখে শেষ পর্যন্ত ডেঙ্গুর কাছে হার মানতে হলো এই সম্ভাবনাময় তরুণ চিকিৎসককে।

রংপুর মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. সৌরভ সাহা। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

তার অকাল মৃত্যুতে চিকিৎসক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশের বিভিন্ন মহল ও চিকিৎসক সমাজ শোক প্রকাশ করেছেন।

শিক্ষক ডা. নওশাদুজ্জামান হিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সৌরভ সারাজীবন অক্লান্ত পরিশ্রম আর কষ্ট করে এগিয়ে গেছে। একান্ত নিজের জন্য কিছু পাওয়ার দ্বারপ্রান্তে এসে যখন দাঁড়িয়েছে, তখনই সৃষ্টিকর্তা তাকে নিজের কাছে ডেকে নিলেন।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement