সৃজিতের সঙ্গে বন্ধুত্ব নিয়েই মুখ খুললেন সুস্মিতা

সৃজিতের সঙ্গে বন্ধুত্ব নিয়েই মুখ খুললেন সুস্মিতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৫, ৭ অক্টোবর ২০২৫

প্রথমবারের মতো ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রকাশ করতে পডকাস্টে হাজির হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা আলাপচারিতার মাত্র দু’দিন পরেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তার স্বামী, প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। কারণ, এবার তাকে দেখা গেল নতুন এক নারীসঙ্গী সুস্মিতার সঙ্গে পূজার আনন্দে মেতে থাকতে। এতে আবারও চাঙ্গা হয়ে উঠেছে সৃজিত-মিথিলা দাম্পত্য বিচ্ছেদের গুঞ্জন।

শারদীয় দুর্গোৎসবের রঙিন আবহে, সপ্তমীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সৃজিত মুখার্জি। ছবিতে দেখা যায়, পূজামণ্ডপে দুজনেই বেশ উজ্জ্বল মুখে ধরা দিয়েছেন। মিলিয়ে পরা পাঞ্জাবি ও শাড়িতে দুজনকে বেশ মানিয়েছে। এক ফ্রেমে কখনো একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, আবার কোথাও দেখা যাচ্ছে, সুস্মিতাকে ছবি তুলে দিচ্ছেন সৃজিত। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ সপ্তমী”।

এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন, সৃজিত হয়তো আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন।

তবে কলকাতার একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু। খুব অল্প সময়েই ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে কিছু বলার নেই।”

জানা যায়, সৃজিতের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন সৃজিত ও সুস্মিতা। এই কাজের সূত্রেই তাদের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। তার আগে তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না।

অন্যদিকে, সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন জনপ্রিয় মুখ, যিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

অন্যদিকে, একসময় সৃজিত-মিথিলার সম্পর্ক ছিল দুই বাংলার সবচেয়ে আলোচিত প্রেমকাহিনি। একসঙ্গে কাটানো মুহূর্ত, ভ্রমণ, কাজ—সবকিছু নিয়েই ছিল তাদের সুখী দাম্পত্যের গল্প। কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ দেখে অনেকেই বলছেন, সেই সুখের অধ্যায় হয়তো এখন অতীত হয়ে গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement