ঠাকুরগাঁও :বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

ঠাকুরগাঁও :বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ১৮:১৯, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার(৫ ডিসেম্বর)  বাদ জুম্মা জেলা বিএনপি আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পাঠ করেন ঠাকুরগাঁও বড় মসজিদের খতিব মওলানা খলিলুর রহমান।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবর হোসেন তুহিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো  মানুষ ।

বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারো সকলের মাঝে ফিরে এস দেশের গণতন্ত্র পুনরুদ্দারে অবদান রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement