দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন রিজভী
Published : ২১:০৩, ৯ ডিসেম্বর ২০২৫
ক্ষমতায় এলে বিএনপি দেশে ব্যাপক আকারে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করবে—এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই চালিয়ে একটি সুশাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম দল হলো বিএনপি। জনগণকে দুর্ভোগ থেকে মুক্ত করে একটি সচ্ছ সরকার ব্যবস্থা গড়াই বিএনপির লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা কখনই কাগুজে কথায় সীমাবদ্ধ থাকে না।
তার বক্তৃতায় তিনি প্রশ্ন তোলেন—যাদের বর্তমান নির্বাচন নিয়ে জনগণের কোনো ম্যান্ডেট নেই, তারা কোন দায়িত্ববোধ বা অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করছে?
সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির বহু পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এই ধারাবাহিক সভা গত ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে।
বিডি/এএন































