খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৩, ১০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাচাই করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরা অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান। এ তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীনের চিকিৎসক দলও যুক্ত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও, শারীরিক অবস্থার কারণে মেডিকেল বোর্ড এখনও এ বিষয়ে চূড়ান্ত অনুমতি দেয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement