পাবনা থেকে ঢাকার পথে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টার (এস২–এজিপি) মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মানিকগঞ্জে জরুরি ভিত্তিতে অবতরণ করতে বাধ্য হয়।
হঠাৎ সমস্যা ধরা পড়লে পাইলট পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকের ফসলের জমিতে নিরাপদে হেলিকপ্টারটি নামিয়ে দেন। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার কিছু আগে। এর প্রায় আধাঘণ্টা আগে, বিকেল চারটায়, হেলিকপ্টারটি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। এতে পাইলটসহ মোট ছয়জন যাত্রী ছিলেন, যাদের সবাই স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
জরুরি অবতরণের খবর পাওয়ার পর স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আরোহীদের ঢাকা নিয়ে আসে। পরে যান্ত্রিক ত্রুটি নির্ণয় ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে পৌঁছান এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন।
তিনি জানান, হেলিকপ্টারের সাপোর্টিং ব্যাটারি (লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি) রিচার্জের প্রয়োজন হওয়ায় সেটি ঢাকায় পাঠানো হয়েছে। আগামীদিনে প্রধান টেকনিশিয়ানদের দল এসে পুরো যান্ত্রিক সমস্যাটি পরীক্ষা করবে এবং দ্রুতই ত্রুটি মেরামত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
ঘটনার পর সন্ধ্যা নামলেও আশপাশের মানুষ ফসলের মাঠে নামানো হেলিকপ্টারটি দেখতে ভিড় জমাতে থাকেন।
































