সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্প্রতি কারাগারে আগের মতো পরিবারের সদস্য, আইনজীবী ও আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ বা টেলিফোনে কথা বলার সুবিধা পাচ্ছেন না—এমন অভিযোগ তুলেছেন তাঁর আইনজীবী।
আগে তিনি নিয়মিতই এসব সুবিধা ব্যবহার করতে পারতেন। কিন্তু মামলার হাজিরার সময় প্রিজন ভ্যানে “জয় বাংলা” স্লোগান দেওয়ার পর থেকে এসব সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয় আদালতে।
বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আর পলকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম লিটন আহমেদ।
শুনানির নির্ধারিত অংশে আসামিপক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, পলক কারাগারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এখন আর আগের সুবিধাগুলো পাচ্ছেন না।
তাঁর দাবি—পরিবারের সঙ্গে সাক্ষাৎ বা ফোনে কথা বলার সুযোগ না দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।
আইনজীবীরা আরও ব্যাখ্যা করে বলেন, কারা আইন অনুযায়ী কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, তবে পি-জেন্স অ্যাক্ট (Prisons Act) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পলকের ক্ষেত্রেও সেই বিধি অনুসারেই বর্তমান পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
ঘটনাটি আদালতে তোলা হলেও এ বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।































