জয়কে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি

জয়কে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪০, ১০ ডিসেম্বর ২০২৫

জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে থাকা সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

তাকে আদালতে হাজির করার জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে প্রধান করে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৭ ডিসেম্বর শুনানির দিন ঠিক করা হয়েছে।

এদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অপরদিকে মামলার আরেক আসামি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন আইনজীবী লিটন আহমেদ।

গত ৪ ডিসেম্বর এই মামলার অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল–১ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল। নতুন আদেশের ফলে ট্রাইব্যুনাল কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement