গৃহকর্মী আয়েশার স্বামীও গ্রেপ্তার

গৃহকর্মী আয়েশার স্বামীও গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩০, ১০ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে ঘটেছে এক নৃশংস হত্যা—লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকা থেকে আয়েশাকে আটক করা হয়। জানা গেছে, সেখানে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। একই সময়ে তার স্বামী রাব্বীও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাব্বীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে এবং প্রয়োজন হলে তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হবে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁরা ঢাকায় আসছেন, এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

ঘটনার সময়কালও স্পষ্ট হয়েছে—সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে আয়েশা লিফটে উঠে ফ্ল্যাটে প্রবেশ করেন। সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক ও কাঁধে ব্যাগ নিয়ে তিনি ফ্ল্যাট থেকে বের হন। নিহত কিশোরী নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পরিবারের সঙ্গে পুলিশের কাজ এখনও চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement