পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা: আসিফ মাহমুদের

পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা: আসিফ মাহমুদের ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ০০:৩৮, ১০ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বুধবার জরুরি সংবাদ সম্মেলনে আসছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও—সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

পদত্যাগের ঘোষণা আসছে?মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘সমসাময়িক বিষয়’ বলা হলেও ব্রিফিংয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ানো বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন তিনি। তবে সূত্রটি আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি।

অপরদিকে, এনসিপির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন—আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ ছাড়ছেন। যদিও কেউই নাম প্রকাশে অনিচ্ছুক।

নির্বাচনে অংশ নিতে পদ ছাড়ার ইঙ্গিতএর আগে আসিফ মাহমুদ পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এর ঠিক আগমুহূর্তে তার জরুরি সংবাদ সম্মেলন ডাকার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে।

কোন দলে যোগ দেবেন?তার ঘনিষ্ঠ সূত্র বলছে, পদত্যাগের পর তিনি এনসিপি, বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

আজকের সংবাদ সম্মেলনেই হয়তো স্পষ্ট হবে—
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রাজনৈতিক যাত্রার নতুন দিক কোন পথে মোড় নিচ্ছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বুধবার জরুরি সংবাদ সম্মেলনে আসছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও—সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

পদত্যাগের ঘোষণা আসছে?মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘সমসাময়িক বিষয়’ বলা হলেও ব্রিফিংয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ানো বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন তিনি। তবে সূত্রটি আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি।

অপরদিকে, এনসিপির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন—আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ ছাড়ছেন। যদিও কেউই নাম প্রকাশে অনিচ্ছুক।

নির্বাচনে অংশ নিতে পদ ছাড়ার ইঙ্গিতএর আগে আসিফ মাহমুদ পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এর ঠিক আগমুহূর্তে তার জরুরি সংবাদ সম্মেলন ডাকার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে।

কোন দলে যোগ দেবেন?তার ঘনিষ্ঠ সূত্র বলছে, পদত্যাগের পর তিনি এনসিপি, বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

আজকের সংবাদ সম্মেলনেই হয়তো স্পষ্ট হবে—
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রাজনৈতিক যাত্রার নতুন দিক কোন পথে মোড় নিচ্ছে।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement