চিকিৎসা নিতে সক্ষম খালেদা, বিদেশে নেওয়ার সম্ভাবনা

চিকিৎসা নিতে সক্ষম খালেদা, বিদেশে নেওয়ার সম্ভাবনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪১, ১০ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের সেবা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছেন এবং পরিস্থিতি উপযুক্ত হলে যেকোনো সময় তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি গণমাধ্যমকে জানান যে, গত শুক্রবার মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নিলেও কিছু জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

ডা. জাহিদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয় এবং সেই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও বিদেশ যাওয়ার মতো স্থিতিশীল ছিল না। এ কারণে তাঁকে বাইরে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে প্রয়োজনীয় সব চিকিৎসা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা পদ্ধতি অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। চিকিৎসক দলের প্রত্যাশা, সুচিকিৎসার মাধ্যমে তাঁর অবস্থা আরও স্থিতিশীল হবে এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার পথও উন্মুক্ত থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা ধরনের মন্তব্য বা গুজব ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে বিভ্রান্ত করছে। তিনি অনুরোধ করে বলেন, এমন সংবেদনশীল বিষয়ে আবেগপ্রবণ মন্তব্যের মাধ্যমে বিভ্রান্তি তৈরি না করাই উচিত।

তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন এবং সংকটাপন্ন রোগীর জন্য যে ধরনের উচ্চমানের চিকিৎসা প্রয়োজন, তা তিনি পাচ্ছেন। চিকিৎসকদের দেওয়া সেবায় তিনি সাড়া দিচ্ছেন এবং আগের মতো চিকিৎসা গ্রহণ করতেও সক্ষম হচ্ছেন বলে জানান ডা. জাহিদ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement