রোগী অপেক্ষায়, চিকিৎসক গেম খেলছেন

রোগী অপেক্ষায়, চিকিৎসক গেম খেলছেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৩, ১১ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনের সময় রোগী দেখার বিরতিতে এক চিকিৎসকের মোবাইলে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওটিতে দেখা যায়, রোগী তার পাশে অপেক্ষা করলেও চিকিৎসক শামরিন সুলতানা তৃনা মোবাইল স্ক্রিনে মনোযোগ দিয়ে গেম খেলছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিডিওটি ভাইরাল হওয়ার পর রোগী ও স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, রোগীর জীবন রক্ষার মতো গুরুতর দায়িত্ব যাদের হাতে, তাদের এমন আচরণ উদ্বেগ বাড়ায় এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দেয়।

নাম প্রকাশ না করার অনুরোধ জানানো কয়েকজন রোগীর মতে, সরকারি হাসপাতালে এমন উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত খরচ বহন করলে যত্ন পাওয়া গেলেও সরকারি হাসপাতালে শুরুতেই অবহেলার মুখোমুখি হলে সাধারণ মানুষ কোথায় চিকিৎসা নেবে।

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনারুল কবির জানান, ঘটনাটি জানার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। ডিউটির সময় মোবাইলে গেম খেলা একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট চিকিৎসককে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement