প্রধান উপদেষ্টা: নির্বাচন হতে হবে স্মরণীয় ও সফল

প্রধান উপদেষ্টা: নির্বাচন হতে হবে স্মরণীয় ও সফল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪১, ১০ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে যাতে এটি স্মরণীয় হয়ে থাকে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ড. মুহাম্মদ ইউনূস ইউএনওদের উদ্দেশে বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব, আর ব্যর্থ হলে জাতি পিছিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনের সময়ে বহু প্রতারণার ঘটনা ঘটেছে; তাই আগামী নির্বাচনকে তা থেকে আলাদা করে ঐতিহাসিক করতে হবে।

তিনি বলেন, নির্বাচন ও গণভোট উভয়ই দেশের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারি এবং নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারি।

ড. ইউনূস সদ্য যোগ দেওয়া ইউএনওদের পরামর্শ দেন, তারা যেন একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি বলেন, প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন করতে হবে এবং স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট পক্ষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিতে হবে।

তিনি ভোটার সচেতনতার ওপরও জোর দেন। ভোটারদের বোঝাতে হবে কীভাবে হ্যাঁ বা না-তে ভোট দেওয়া উচিত। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধাত্রীতে তুলনা করে বলেন, ধাত্রী ভালো হলে সন্তানও ভালো হয়। একইভাবে নির্বাচন পরিচালনায় দায়িত্বশীল ও সতর্ক থাকা জরুরি।

ড. ইউনূস সকল পরিস্থিতি মোকাবিলায় সৃজনশীল হওয়া, অপতথ্য ও গুজব প্রতিরোধ করা এবং নারীদের ভোট কেন্দ্রে নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করারও নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement