ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কারা হাদিকে গুলি করেছে—হামলাকারীদের পরিচয় ও পুরো ঘটনার আগে-পরে সম্ভাব্য সব তথ্য যাচাই করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
হত্যাচেষ্টার কয়েক ঘণ্টা আগে কিংবা এক–দুই দিন আগে ছদ্মবেশে হামলাকারীরা হাদির আশপাশে মোটরসাইকেলে চলাফেরা করেছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাদির সঙ্গে থাকা দুই যুবকের কয়েকটি ছবি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবিতে থাকা ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে হামলা চালিয়েছে কি না—তা যাচাই করতে ডিবির একাধিক টিম একযোগে কাজ করছে এবং প্রতিটি সম্ভাব্য সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনার সময় দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অন্য একজনের সঙ্গে অটোরিকশায় থাকা অবস্থায় হাদিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন। একপর্যায়ে তার সিটি স্ক্যান করে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাক জানান, নিউরোসার্জারি বিভাগের অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা হাদির অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। সিটি স্ক্যানে তার মস্তিষ্কে ছোট ছোট কয়েকটি পিলেট বা ক্ষুদ্র ধাতব বলের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের সময় একটি পিলেট অপসারণ করা হয়েছে, তবে দুয়েকটি এখনো মস্তিষ্কে রয়ে গেছে।
রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে ডিবির একাধিক টিম মাঠে কাজ করছে। তিনি নিজেও সার্বিক তদারকিতে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাকের সঙ্গে হামলাকারীদের পোশাকের মিল রয়েছে। হামলাকারীদের একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট।
অন্যজনের পরণে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়ার রঙের জুতা। জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের সঙ্গে এসব পোশাকের সাদৃশ্য তদন্তে গুরুত্ব পাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে কারা গুলি করেছে—হামলাকারীদের পরিচয়সহ পুরো ঘটনার সম্ভাব্য প্রতিটি দিকই খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাচেষ্টার কয়েক ঘণ্টা আগে কিংবা এক–দুই দিন আগে ওই দুই যুবক হাদির সঙ্গে মোটরসাইকেলে চলাচল করেছিল কি না, সেটিও তদন্তাধীন।
এর আগে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, র্যাবসহ সব সংস্থা এ কাজে সক্রিয় রয়েছে।




























