হাদীকে সিঙ্গাপুর নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার এম্বুলেন্স।

হাদীকে সিঙ্গাপুর নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার এম্বুলেন্স। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর যাত্রায় ওসমান হাদির সঙ্গে থাকবেন তার বড় দুই ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক। এ ছাড়া অন্য কেউ যাবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আব্দুল্লাহ আল জাবের আরও জানান, হাসপাতাল থেকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

তিনি বলেন, “আজ দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক হামলায় আহত হওয়ার পর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার অংশ হিসেবেই তাকে বিদেশে পাঠানো হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement