ভারতে পালিয়ে শ্যুটারের সেলফি: প্রকাশ্যে এলো দাউদ খানের ছবি ও নম্বর
Published : ১২:১৭, ১৫ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।
গুলির ঘটনার সঙ্গে জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ভারতে পালানোর পর তোলা একটি সেলফি এবং ব্যবহৃত ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের জানান, ঘটনার পর দাউদ খান ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থানকালে দাউদ খান একটি সেলফি তুলে সেটি বিভিন্ন নম্বরে পাঠান।
সায়ের দাবি করেন, বিশেষ গোয়েন্দা সূত্রে জানা গেছে—জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব দাউদ খানের জন্য একটি ভারতীয় ফোন নম্বর সংগ্রহ করে দেন। ওই নম্বর ব্যবহার করেই দাউদ খান নিজের অবস্থান জানানোর চেষ্টা করেন। ইন্টারসেপ্ট করা একটি নম্বরের মাধ্যমে সেলফিটি সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই দিনে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাৎক্ষণিক কোনো অবনতি হয়নি।
বিডি/এএন





























