‘সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্লগার ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। বিষয়টি দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র। বর্তমানে ফেসবুকে সার্চ করলেও ওই দুটি পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইলিয়াস হোসেন নামে প্রায় ২০ লাখের বেশি ফলোয়ার থাকা ভেরিফায়েড ফেসবুক পেজটি গতকাল রিমুভ করা হয়। এই পেজটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি প্রায় ৮ লাখের বেশি ফলোয়ার থাকা আরেকটি ফেসবুক পেজে সক্রিয় হন। তবে সেটিও আজ মেটার পক্ষ থেকে অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে দুটি ভবনে অগ্নিসংযোগ করে। ওই হামলার সময় ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেজ থেকে হামলাকে ‘সফল’ করার আহ্বান জানিয়ে ধারাবাহিকভাবে পোস্ট দেওয়া হচ্ছিল বলে জানা গেছে। এসব পোস্টের পরিপ্রেক্ষিতেই একদিনের ব্যবধানে মেটা কর্তৃপক্ষ তার দুটি পেজই রিমুভ করার সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো ধরনের সহিংসতা উস্কে দেওয়া বা সহিংস কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়া স্পষ্টভাবে নীতিমালা লঙ্ঘনের শামিল। সেই নীতিমালার আওতাতেই ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ দুটি অপসারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


































