বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দেশে পৌঁছানোর পর তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এই তথ্য বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন।
তারা জানান, তারেক রহমান ২৬ ডিসেম্বর বাদ জুম্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরের দিন, ২৭ ডিসেম্বর, তিনি ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন এবং একই দিনে শেরেবাংলানগরের পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখবেন। এছাড়া শহিদ ওসমান বিন হাদির কবরেও জিয়ারত করবেন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। তিনি জনগণকে ধৈর্য্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে জানিয়েছেন, জনদুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা করছেন।
এই কর্মসূচি তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের কষ্ট কমাতে পরিকল্পিতভাবে নির্ধারিত হয়েছে।





























