ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, এর আগের দিন মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ওই আসনে মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এ কাজে অংশ নেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহ-১ আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।





























