জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করল বিএনপি

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করল বিএনপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছরের প্রবাস ও নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ উপলক্ষে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা ও তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের যাতায়াতে সাময়িক ভোগান্তি হতে পারে—এ বিষয়টি আগেভাগেই স্বীকার করে নিয়েছে বিএনপি। সম্ভাব্য জনদুর্ভোগের জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। যাত্রাপথে খুব অল্প সময়ের জন্য ৩০০ ফুট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই সংবর্ধনায় তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না বলেও তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে ফেরার পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তার পরদিন শনিবার তিনি জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার জন্য বিএনপি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement