বিএনপি জানাল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিস্তারিত কর্মসূচি

বিএনপি জানাল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিস্তারিত কর্মসূচি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জন্য কোনোরূপ জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে তিনি অসুস্থ মা খালেদা জিয়াকে দেখবেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমানের আগমনে কোনো জনসভা বা প্রচলিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়নি। সাধারণ মানুষের আবেগ ও উপস্থিতির কথা বিবেচনা করে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ এলাকায় ধন্যবাদ প্রকাশের অনুষ্ঠান হবে। তিনি নিজে বক্তব্য রাখবেন এবং অন্য কেউ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন না।

তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে তিনি ধন্যবাদ জানাবেন ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। ২৭ ডিসেম্বর এনআইডি কার্ডের কাজ শেষ করে বিএনপির অন্য নেতারা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক ও সমন্বিতভাবে কাজ করছে। বিএনপিও দলের পক্ষ থেকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। নেতাকর্মীদের ধৈর্য্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement