আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব, খালেদা জিয়ার এক ঐতিহাসিক দিন

আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব, খালেদা জিয়ার এক ঐতিহাসিক দিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সবাইকে অশ্রুসিক্ত করে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এই মহীয়সী নারী দল-মত নির্বিশেষে গণতন্ত্র ও দেশ গঠনের লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জীবনের নানা স্মরণীয় মুহূর্তের ছবি ও ঘটনা নতুন করে আলোচনায় আসছে। এর মধ্যে একটি ছবি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে দেখা যায়—তিনি আওয়ামী লীগের একটি মিছিলে নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান তার ফেসবুক পোস্টে এ বিষয়ে আলোকপাত করেন। একটি পুরোনো ছবি সংযুক্ত করে তিনি ক্যাপশনে লেখেন, “এই ছবির ইতিহাস নিশ্চয়ই সবাই ভুলে গেছেন।”

পোস্টে তিনি ছবিটির পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে লেখেন, এরশাদের স্বৈরশাসনামলে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক জনসভায় যোগ দিতে যাওয়ার পথে শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলিতে প্রাণ হারান বহু মানুষ। সরকারি হিসেবে নিহত হন ৯ জন, বেসরকারি হিসাবে ২৪ জন এবং আওয়ামী লীগের ওয়েব পেজ অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ৮০ জন। আওয়ামী লীগের পক্ষ থেকে তখন এই হামলাকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল বলে দাবি করা হয়।

এ কে এম ওয়াহিদুজ্জামান আরও লেখেন, ওই ঘটনার প্রতিবাদে ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ ও তৎকালীন ৮ দলীয় জোটের পক্ষ থেকে ২৬ জানুয়ারি একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। তবে রহস্যজনকভাবে সেই সমাবেশে শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। অথচ সবাইকে বিস্মিত করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত হন। শুধু উপস্থিতই নন, স্বৈরাচারী এরশাদ সরকারের অধীনে শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলিবর্ষণ ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশ শেষে যে বিক্ষোভ মিছিল বের হয়, তার নেতৃত্বও দেন বেগম খালেদা জিয়া।

সবশেষে বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিটি এখন আলোচনায় এসেছে, সেটি ওই ঐতিহাসিক বিক্ষোভ মিছিলেরই একটি দৃশ্য। এই ছবি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের এক অনন্য অধ্যায় এবং দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র ও প্রতিবাদের পক্ষে তার অবস্থানের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে নতুন করে সামনে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement