সীমান্তে বিএসএফ সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
Published : ২১:৩৫, ৮ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাতের আঁধারে বিএসএফ সেখানে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি ধরা পড়ার পর বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বাধ্য হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছাকাছি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার আবু তাহের, এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহারের সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ৯৩৪-এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার বিস্তৃত এলাকা ভারতীয় ভূখণ্ডের অংশ হিসেবে ধরা হয়।
এই সড়কটি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকার কুর্শাহাট থেকে দিনহাটা পর্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়। সড়কটি সীমান্ত থেকে সর্বনিম্ন ৫০ গজ এবং সর্বোচ্চ ১২০ গজ দূরত্বে অবস্থিত।
সর্বশেষ কিছুদিন ধরে সড়কের পূর্ব পাশে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে তারা কিছু অংশে কাজও করে। খবর পেয়ে বিজিবি বাধা দেয় এবং পরিস্থিতি শান্ত করতে বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের জানান, বর্তমানে বিজিবির টহল টিম সীমান্তে অবস্থান করছে। বিজিবির উপস্থিতিতে বিএসএফ নতুন সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।
শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় বলেন, বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। খবর পেয়ে বিজিবি সীমান্তে গিয়ে কাজ বন্ধ করায় তারা বাধাগ্রস্ত হয়েছে।
গত বুধবারও একই বিষয়ে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে সড়ক নির্মাণ ও সীমান্তের পরিস্থিতি মনিটর করার জন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে আরও একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি/এএন































