ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৩, ৮ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনার লক্ষ্যে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) একটি শক্তিশালী 'জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি' পুনর্গঠন করেছে সংগঠনটি।

কেন্দ্রীয় এই সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে কমিটির আহ্বায়ক এবং অপর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনের মাত্র এক মাস কয়েকদিন বাকি থাকতেই দলটি তাদের নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করল।

কমিটির সদস্য তালিকায় বৈচিত্র্য এবং পেশাদারিত্বের সমন্বয় ঘটিয়েছে জামায়াতে ইসলামী। কমিটিতে সাবেক উচ্চপদস্থ আমলা, সামরিক কর্মকর্তা, আইনি বিশেষজ্ঞ ও চিকিৎসকদের গুরুত্ব দেওয়া হয়েছে।

সদস্যদের মধ্যে রয়েছেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, জনাব মোবারক হোসাইন এবং মো. আব্দুর রব।

এছাড়া আইনি ও কৌশলগত পরামর্শের জন্য কমিটিতে রাখা হয়েছে এডভোকেট ড. হেলাল উদ্দিন ও এডভোকেট আতিকুর রহমানসহ বিশিষ্ট আইনজীবীদের। পেশাজীবীদের মধ্যে আছেন প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. একেএম ওয়ালিউল্লাহ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ।

কমিটিতে সরকারের সাবেক শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম এবং সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুনকে নির্বাচনী নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম এবং মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

দলের এই বিশাল কমিটিতে আরও রয়েছেন আ.ফ.ম আব্দুস সাত্তার, জাহিদুর রহমান, রাজিবুর রহমান পলাশ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলামসহ তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী অত্যন্ত সুসংগঠিতভাবে মাঠে নামার পরিকল্পনা করছে। কমিটির এই গঠনবিন্যাস নির্দেশ করে যে, তারা কেবল দলীয় শক্তির ওপর নির্ভর না করে অভিজ্ঞ পেশাজীবী ও প্রশাসনিক ব্যক্তিত্বদের দক্ষতা কাজে লাগিয়ে একটি অংশগ্রহণমূলক ও সফল নির্বাচনী লড়াই নিশ্চিত করতে চায়।

নতুন এই কমিটি নির্বাচনী ইশতেহার তৈরি, প্রার্থী চূড়ান্তকরণ এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement