নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
Published : ১৮:৪৮, ৮ জানুয়ারি ২০২৬
সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধ রেখে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করেছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। বৃহস্পতিবার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এ সিদ্ধান্তের কথা জানায়।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের জানান, তাৎক্ষণিকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু হবে।
বৈঠকে ব্যবসায়ী নেতারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের প্রাপ্য চার্জ বৃদ্ধি করা এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
ধর্মঘট প্রত্যাহারের ফলে সাম্প্রতিক সময়ে ভোগান্তিতে পড়া সাধারণ গ্রাহকদের জন্য দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
বিডি/এএন
































