টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন

টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১১, ২৯ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে বর্তমানে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার (২৮ জানুয়ারি) তাকে নিয়ে একটি বিস্তৃত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে।

প্রতিবেদনটি উল্লেখ করে, কণ্ঠস্বর ভাঙা এবং শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারেক রহমান রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। দেশে ফেরার মাত্র কয়েক দিনের মধ্যে তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ব্যক্তিগতভাবে তাকে গভীরভাবে নাড়িয়ে দিলেও তিনি রাজনৈতিক দায়িত্ব পালনে অটল থেকেছেন।

টাইম ম্যাগাজিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান জানান, দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষ তার প্রতি যে আস্থা রেখেছে, সেটিই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্টভাবে বলেছেন, তিনি কেবল পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরা তাকে সামনে এনেছেন।

দেশে ফেরার পর এটাই তারেক রহমানের প্রথম একান্ত সাক্ষাৎকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে অবস্থান করছেন। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন মাত্র ১৯ শতাংশ।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement