জামায়াতের প্রধান পদে নারী নেতৃত্ব সম্ভব নয়: শফিকুর রহমান

জামায়াতের প্রধান পদে নারী নেতৃত্ব সম্ভব নয়: শফিকুর রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৯, ২৯ জানুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো নারী জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবে না। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন।

সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চান, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত। জবাবে শফিকুর রহমান বলেন, একজনও নেই। তিনি আরও উল্লেখ করেন, অন্য দলও নারী প্রার্থী খুব বেশি দিয়েছে না, কারণ এটি বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে সংগত। শফিকুর রহমান বলেন, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি একদিনে সম্ভব নয়, এবং আমরা নারীকে অসম্মান করি না।

সাংবাদিকের প্রশ্ন ছিল, কিন্তু অন্য রাজনৈতিক দল অল্প হলেও নারী প্রার্থী দিয়েছে। কেন আপনারা একজনকেও দেননি?  শফিকুর রহমান পুনরায় বলেন, আমরা ইতিমধ্যেই উত্তর দিয়েছি। ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটি একদিনে হয়ে যাবে না।

আল জাজিরার সাংবাদিক জানতে চেয়েছেন, নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে কি না। জবাবে শফিকুর রহমান বলেন, না, এটি সম্ভব নয়। তিনি ব্যাখ্যা করেন, আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে সৃষ্টি করেছেন।

পুরুষ কখনোই সন্তান পালন করতে পারবে না বা স্তন্যদান করতে পারবে না, এটি আল্লাহর দান। তাই আল্লাহ যেটা বানিয়েছেন, আমরা সেটি পরিবর্তন করতে পারব না।

সাংবাদিক প্রশ্ন করেন, গত তিন দশক ধরে বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি দেশ চালাতে পারেননি? শফিকুর রহমান বলেন, আমরা তাদের অসম্মান করছি না। আমাদের জন্য এতে কোনো অসুবিধা নেই।

সাংবাদিক আরও প্রশ্ন করেন, যদি নারী পরিবার চালাতে পারে এবং সন্তান পালন করতে পারে, তাহলে কেন জামায়াতের প্রধান হতে পারবে না? শফিকুর রহমান বলেন, কিছু দায়িত্বের ক্ষেত্রে নারীরা সীমাবদ্ধ। এমন কিছু কাজ আছে যা তারা করতে পারবে না।

তিনি আরও বলেন, মা সন্তান জন্ম দেওয়ার পর যে দায়িত্ব পালন করে, তা পুরুষ কখনও করতে পারবে না। আল্লাহ সবকিছু জানেন এবং এটি মানব সৃষ্টির বাস্তবতা। তিনি উল্লেখ করেন, পৃথিবীর অধিকাংশ উন্নত দেশও নারীদের এই পদে যোগ্য মনে করে না। শারীরিকভাবে এটি সম্ভব নয় এবং এটিই বিশ্বের বাস্তবতা।

শফিকুর রহমান সবশেষে পুনরায় বলেন, নারীদেরকে আমরা অসম্মান করি না, কিন্তু কিছু দায়িত্বের ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা রয়েছে, এবং তাই জামায়াতের প্রধান পদে নারীদের নেতৃত্ব সম্ভব নয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement