নির্বাচনের আগে অতিরিক্ত এসপি হলেন ৪০ কর্মকর্তা

নির্বাচনের আগে অতিরিক্ত এসপি হলেন ৪০ কর্মকর্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৭, ২৯ জানুয়ারি ২০২৬

সরকার সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে উন্নীত করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই পদোন্নতি কার্যকর করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করার অনুরোধ জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement