ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী ক্যাম্পেইন

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী ক্যাম্পেইন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৩, ২৯ জানুয়ারি ২০২৬

“আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের জমিদারপাড়ায় সার্ভিস ইমার্জেন্সি ফর রুরাল পিপল (সার্প) এর নিজস্ব অফিস প্রাঙ্গনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনটি বাস্তবায়নে সহযোগিতা করে রাইটস্ এন্ড ইম্পাওয়ারমেন্ট ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ চিল্ড্রেন্স ওয়েলবিয়িং (রীচ) প্রকল্প।

এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে উপস্থিত দুই শতাধিক স্কুল শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং প্রতিটি ছেলে-মেয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ বাস্তবায়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সার্প সংস্থার নির্বাহী পরিচালক হিমাংশু চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও শহর সমাজসেবা কর্মকর্তা শাকিল মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্ক ইন অ্যাকশন (নেদারল্যান্ডস) প্রজেক্টের কান্ট্রি ম্যানেজার ম্যাটিল্ডা টিনা বৈদ্য, ‘সার্প’ সংস্থার রীচ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, বাল্যবিবাহের মূল কারণগুলোর মধ্যে রয়েছে সামাজিক অসচেতনতা, নিরাপত্তাহীনতা ও দারিদ্র্য। বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নের বড় অন্তরায়। এসব সমস্যা দূর করার লক্ষ্যে বেসরকারি সংস্থা সার্প দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তবে ‍শুধু একটি সংস্থার মাধ্যমে নয়, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে এসে বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬টি ইউনিয়নের ২২০ জন যুবক ও ১২০ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ ও পানির বোতল বিতরণ করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement