রাজধানীর মিরপুর–১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস ও মাল্টিমিডিয়া বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ তারিখ সেই জনগণের হাতেই দেশের চাবি তুলে দেওয়া হবে। তার মতে, জনগণের রায়ই নির্ধারণ করবে ভবিষ্যৎ পথচলা।
তিনি আরও বলেন, দেশের মানুষ এবার স্পষ্টভাবে পরিবর্তন চায়। জামায়াতে ইসলামীর লক্ষ্য কোনো ব্যক্তিগত বা দলীয় সাফল্য নয়, বরং দেশের মানুষের বিজয় নিশ্চিত করা। তার ভাষায়, নির্বাচনে যদি জামায়াত বিজয়ী হয়, তবে প্রকৃত অর্থে দেশের ১৮ কোটি মানুষই বিজয়ী হবে।
আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলার মতো ঘটনা ঘটেছে। তিনি এ বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সহিংস ঘটনার দিকেও ইঙ্গিত করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঢাকা-১৫ সংসদীয় আসনের স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আহ্বান জানান এবং দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ করেন।




























