মুদি দোকানির হাঁটুতে গুলি করে ছিনতাই

মুদি দোকানির হাঁটুতে গুলি করে ছিনতাই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৩, ২৯ জানুয়ারি ২০২৬

রাজধানীর পল্লবীতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীকে ছিনতাইকারীরা হামলা করে গুরুতর আহত করেছেন এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। হামলায় তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পল্লবী এলাকায় এই ঘটনা ঘটে। আহত দীপুকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সকাল সোয়া ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ীর স্ত্রী আফরোজা জানিয়েছেন, তারা পল্লবীর সেকশন ১২, ব্লক-ই, রোড নম্বর ৫, বাসা নম্বর ১-এ বসবাস করেন। বাসার নিচেই তার স্বামীর একটি মুদি দোকান রয়েছে।

ভোরে দোকান খোলার সময় তিনজন মুখোশধারী ছিনতাইকারী মোটরসাইকেলে এসে দোকানের সামনে দাঁড়ায়। ঘটনাক্রমে কোনো প্রস্তুতির সময় না পেয়ে তারা হোসেন দীপুর বাম হাঁটুর ওপর গুলি চালিয়ে তাকে আহত করে এবং তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আফরোজা আরও বলেন, খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। তবে এখনও কেউ জানে না, হামলাকারীরা কারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, আজ সকালেই বাম পায়ের হাঁটুর ওপর গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। তিনি বলেন, বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement