জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদসহ ১৩ জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা দলটির কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্যসচিবকে লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার সময় হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের বিষয়টি জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ।
এছাড়া যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান এবং সোফায়েল আহমেদ অন্তর্ভুক্ত।
পদত্যাগের ঘোষণা এবং নেতৃত্বের এ পদক্ষেপ দলের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য দিক নির্দেশ করছে।




























