দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্তরের ২৭ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের কারণে ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ ও সারোয়ার জাহান এমরান; উপজেলা বিএনপির সদস্য মোস্তফিজুর রহমান মামুন, মাওলানা মফিজুল ইসলাম (যিনি জেলা ওলামা দলের আহ্বায়কও), আবু সাঈদ জয়েল ও নাইমুল করিম জান্নাতকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা—যাদের মধ্যে রয়েছেন মুন্সি আলী আইয়ুব, মাসুদ করিম, শহিদুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ আলী, মাসুদুজ্জামান মন্টু, মো. জিল্লুর রহমান, মো. জামাল প্রধান ও জামান মির্জা—তাদের বিরুদ্ধেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তালিকায় আরও আছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।
বিএনপি জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।




























