উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১টি নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১টি নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকার ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ–২০২৬-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ–২০২৬-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিবছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে দেওয়া ঘোষণাটি প্রত্যাহারের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন (সারফেয়ার্স বা লোয়ার লেভেল মিশন) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ২০২৫–২৮ মেয়াদের আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদিত হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক ‘হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন–১৯৮০’-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, এসব সিদ্ধান্ত নারীদের সুরক্ষা, মানবাধিকার রক্ষা, ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ এবং নগর উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement