পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করেছে ভারত, কিন্তু সেই জয়ের আনন্দের মধ্যেও তৈরি হয়েছে বড়সড় বিতর্ক।
রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান নাকভি, যার ফলে ট্রফি গ্রহণ না করেই দেশে ফিরে যায় হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল।
এই ঘটনায় পাকিস্তানে নাকভিকে দেখা হচ্ছে সাহসী ও নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে। তার এই অবস্থানকে ‘দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় বার্তা’ হিসেবে বর্ণনা করেছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল।
গুলাম আব্বাস বলেন, “এটা কেবল একটি ক্রিকেট ম্যাচের ঘটনা নয়—এটা জাতীয় মর্যাদা, আত্মসম্মান ও চাপে মাথা নত না করার প্রতীক।”
এই কারণেই নাকভিকে সম্মান জানাতে তাকে শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ জন্য ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি। সচিব হিসেবে রয়েছেন করাচির স্পোর্টস ডিরেক্টর কমিশনার গুলাম মুহাম্মাদ খান।
সূত্র জানায়, করাচিতে আনুষ্ঠানিকভাবে নাকভিকে এই স্বর্ণপদক প্রদান করা হবে। যদিও পুরস্কার প্রদানের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, অনুষ্ঠানটি হবে জমকালো আয়োজনে—যেখানে অংশ নেবেন দেশটির ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।